JASHORE INSTITUTE

যশোর ইনস্টিটিউট, যশোর

Jashore Institute, Jashore

বিজ্ঞপ্তি :-

সম্মানিত দাতা সদস্য, আজীবন সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ এখন থেকে আপনাদের সকল তথ্য যশোর ইনস্টিটিউট ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। (আপডেট চলমান)

যশোর ইনস্টিটিউট শিশু চিত্তবিনোদন কেন্দ্র এর ইতিবৃত্ত


****[ রচনায় : রিপন রায় ]****

যশাের ইনস্টিটিউটের ক্রীড়া বিভাগের আরাে একটি সহযােগী প্রতিষ্ঠান যশাের ইনস্টিটিউট শিশু চিত্ত বিনােদনকেন্দ্র। এ বিভাগ ১৯৬২ সালে স্থাপিত হয়ে নিরলসভাবে শিশুদের চিত্তের বিকাশ অর্থাৎ তাদের সুপ্ত প্রতিভা বিকাশে আন্তরিকভাবে কাজ করে চলেছে। শিশুদের সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, অভিনয়, গল্পবলাসহ বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষণ অত্যন্ত যত্নসহকারে সপ্তাহে দু’দিন সােম ও মঙ্গলবার চলমান রয়েছে। তাছাড়া উল্লেখিত বিষয়ের প্রতিযােগিতার আয়ােজন করে তাদের প্রতিভার বিকাশে আন্তরিক সহযােগিতাও করে আসছে। তাছাড়া যশাের ইনস্টিটিউটের সম্মানিত মহিলা সদস্যদের অভ্যন্তরীণ ক্রীড়া ও অন্যান্য ক্ষেত্রেও এ বিভাগের মাধ্যমে সম্পৃক্ত করে পৃষ্ঠপােষকতা করা হয়ে থাকে। তাছাড়া প্রতিবছর সম্মানিত মহিলা সদস্যদের জন্য লুডু, ক্যারাম, দাবা, বাগাডুলিসহ বিভিন্ন বিষয়ে প্রতিযােগিতার আয়ােজন করে পুরস্কৃত করা হয়। বরেণ্য ব্যক্তিদের জন্ম-মৃত্যু দিবস প্রতিপালন এ বিভাগের একটি জনপ্রিয় বিষয়। নজরুল রবীন্দ্র জন্মজয়ন্তী নিয়মিতভাবে পালিত হয়। শিশুদের মেধা বিকাশে আরাে কি কি ব্যবস্থা। গ্রহণ করা যায় এ বিভাগ সে বিষয়ে সচেতনভাবে উদ্যোগ গ্রহণে আন্তরিক। তাছাড়া জানুয়ারি ১৭ থেকে সপ্তাহে একদিন শিশুতােষ চললাচিত্র প্রদর্শনের কর্মসূচির আয়ােজন করেছে।

শিশু চিত্ত বিনােদন বিভাগের উপকমিটির বর্তমান কার্যকালের মেয়াদ ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। কমিটি বর্তানে সম্পাদক কাজী লুৎফুন্নেসা একজন অত্যন্ত গুণি উপস্থাপক এবং আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক। তাঁর দিক নির্দেশনায় বর্তমানে অসংখ্য শিশু তাদের প্রতিভার বিকাশে অনবদ্ধ সুযােগ লাভ করেছে। আন্তরিক ব্যবহার ও মাতৃস্নেহে আপ্লুত প্রতিটি শিশু গৃহীত কর্মসূচিতে আস্থাশীল। উল্লেখ্য যে উক্ত বিভাগের সম্পাদক কাজী লুৎফুন্নেছা যশাের ইনস্টিটিউট পরিচালনা পরিষদের প্রথম নির্বাচিত মহিলা সদস্য। ক্রীড়া বিভাগ ১৯২৮-২০১৭ সময়কালের যে সমস্ত সম্পাদকগণ দায়িত্বপালন করেছেন ইতিহাসের অংশ হিসেবে তাদের নামের তালিকা এবং কার্যকালের সালওয়ারী তালিকা নিম্নে সংযুক্ত করা হল।

সম্পাদক, শিশু চিত্তবিনোদন কেন্দ্র….প্রাক্তন