যশাের ইনস্টিটিউট ক্রীড়া বিভাগের অন্যতম সহযােগী যশােরে বহির বিভাগ ক্রীড়া। বিশেষতঃ ফুটবলের ক্ষেত্রে অবদান সৃষ্টিকারী প্রতিষ্ঠান যশাের ইনস্টিটিউট টাউন ক্লাব একটি উল্লেখযােগ্য এবং অনন্য নাম। টাউন ক্লাবের জন্ম সেই সুদূর অতীতে টাউন হল স্থাপিত হওয়ার পরে ১৯১৯ সালে তাদানিন্তন যশােরের বর্তমান নড়াইল জেলার লােহাগাড়ার মজুমদার পরিবারের কৃতিসন্তান বহুভাষাবিদ, সাংবাদিক, শিক্ষক, ধর্মশাস্ত্রজ্ঞ এবং আইনজীবী রায়বাহাদুর যদুনাথ মজুমদার এর উদ্যোগে যশােরে বর্হিবিভাগীয় ক্রীড়া জগতের উন্নয়নের ও বিকাশের চিন্তা মাথায় রেখে টাউন ক্লাব প্রতিষ্ঠা করেন। নবীন ও অখ্যাত অবহেলিত খেলােয়াড়দের শহর উপশহর গ্রাম বাংলা থেকে তুলে এনে প্রশিক্ষণের মাধ্যমে যশাের তথা বাংলাদেশের ক্রীড়া জগতে পরিচিত করানাে টাউন ক্লাবের অন্যতম উদ্দেশ্য।
টাউন ক্লাব শুধু ফুটবল নয় বহিঃবিভাগীয় অন্যান্য খেলাধূলার ও পৃষ্ঠপােষকতা করে থাকে। যেমন ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, ব্যডমিন্টন, হকি ইত্যাদি। ২০১৬ সালে নিটল-টাটা প্রথম বিভাগ ফুটবল লীগে টাউন ক্লাব চ্যাম্পিয়ানশিপ অর্জন করে।
এ বিভাগের উপকমিটির সম্পাদকের চলমান দায়িত্বে আছেন তরুণ উদীয়মান ক্রীড়া সংগঠক জনাব আব্দুর রাজ্জাক। তার ঐকান্তিক প্রচেষ্টায় যশাের ক্রীড়া সংস্থা আয়ােজিত ফুটবলসহ অন্যান্য খেলায় অংশগ্রহণ করে বহুবার চ্যাম্পিয়ান পুরস্কার অর্জনে সক্ষম হয়েছে টাউন ক্লাব। সেই সুদূর অতীতকাল থেকে বর্তমান কালেও সুনাম অর্জনকারী প্রতিষ্ঠানটি যশাের তথা গােটা দেশের ক্রীড়া বােদ্ধা জনের কাছে। আস্থা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত নাম।