JASHORE INSTITUTE-RIPON

যশোর ইনস্টিটিউট,যশোর

Jashore Institute, Jashore

বিজ্ঞপ্তি :-

যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি, ক্রীড়া বিভাগ, নাট্যকলা সংসদ, শিশু চিত্তবিনোদন কেন্দ্রে সদস্য ফরম বিতরণ শুরু হয়েছে।

 আগেই উল্লেখ করেছি যশাের ইনস্টিটিউট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় যশাের ইনস্টিটিউট কর্তৃক প্রতিষ্ঠিত এবং বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে সতন্ত্র কাঠামাে দ্বারা সরকারি নিয়ন্ত্রণ পরিচালিত। তবে ঐতিহাসিকভাবে সত্য যে বিদ্যালয়টি ৩১ জানুয়ারি ১৯৭০ বিকাল ৩.৩০ মিনিটের সময় তদান্তিতন জেলা কমিশনার ও যশাের ইনস্টিটিউটের সভাপতি জনাব আবুল ফজল চৌধুরী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। প্রাথমিক অবস্থায় ২ জন শিক্ষক ও ৩ জন শিক্ষিকা নিয়ােগের সুপারিশ করা হয়। জনাব আরশাদ আলী প্রধান শিক্ষক হিসেবে নূরজাহান নেছা, সহকারি শিক্ষক আলী আহম্মদ, সহকারি শিক্ষক রাশেদ আহম্মদ, মােঃ আক্কাছ আলী, এজাহার উদ্দিন খান সহকারী শিক্ষক হিসেবে নিয়ােগ প্রাপ্ত হন। তবে জনাব আরশাদ প্রধান শিক্ষক হিসেবে যােগদান না করায় জনাব মােঃ ইসহাক সাহেবকে প্রধান শিক্ষক হিসেবে নিয়ােগ দেয়া হয়। বতর্মানে বিদ্যালয়টিতে সহস্রাধিক শিক্ষার্থী অধ্যায়নরত। এ বিদ্যালয়টি প্রাথমিক বিদ্যালয় হিসেবে যশাের শহরের একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে সর্বমহলে স্বীকৃত। এর স্বকীয়তা ও সুনাম অখুন্ন রাখতে সরকারিভাবে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আধুনিক তথ্য প্রযুক্তিতে যশাের ইনস্টিটিউ আরাে সমৃদ্ধ হলে এর গৌরবে বিদ্ধ হবে যশাের। শিক্ষা সংস্কৃতি জ্ঞান-বিজ্ঞান ও ক্রীড়া চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং এর উন্নয়নে সকলের সহযােগী হলে যশাের ইনস্টিটিউটের ঐতিহ্য বজায় থাকবে। ১৯২৮ সাল থেকে যশাের ইনস্টিটিউট তার অন্যান্য সহযােগী সংগঠনগুলাে যেমনযশাের পাবলিক লাইব্রেরি, যশাের ইনস্টিটিউট ক্রীড়া বিভাগ ও নাট্যকলা সংসদ কাঁধে কাঁধ মিলিয়ে চলার কাল কিন্তু শতবর্ষের নানা উত্থান পতন এবং নানা পারিপার্শ্বিকতায় সকল তথ্য এখন আর পাবার উপায় নেই। ইনস্টিটিউটের কাগজপত্র ঘেঁটে যতটুক তথ্য পাওয়া গেল তার ভিত্তিতে ১৯২৮ সাল থেকে যশাের ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এবং স্ব-স্ব বিভাগের সম্পদক গণের একটি তালিকা সংযােজিত করা হয়েছে। আশা করি স্বচেতন পাঠক সমাজ যশাের ইনস্টিটিউটকে আরাে বেশি করে জানার অবকাশ পাবেন।