JASHORE INSTITUTE-RIPON

যশোর ইনস্টিটিউট, যশোর

Jashore Institute, Jashore

বিজ্ঞপ্তি :-

যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি, ক্রীড়া বিভাগ, নাট্যকলা সংসদ, শিশু চিত্তবিনোদন কেন্দ্রে সদস্য ফরম বিতরণ শুরু হয়েছে।

ইনস্টিটিটিউট বিদ্যালয়

আমাদের বিদ্যালয় সম্পর্কে বিস্তারিত

লাইব্রেরি

লাইব্রেরি সম্পর্কে বিস্তারিত 

ঐতিহাসিক মঞ্চ

ঐতিহাসিক মঞ্চ সম্পর্কে বিস্তারিত 

বিস্তারিত জানুন

যশোর ইনস্টিটিউট এর মূল ভবন

যশোর ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম

যশোর পাবলিক লাইব্রেরি ১৮৫৪ সালে জেলা কর আদায়কারী আরসি রেক্স দ্বারা যশোর শহরের কেন্দ্রীয় অবস্থানে প্রতিষ্ঠিত হয়। আরসি রেক্স নড়াইল ও নলডাঙ্গার নীলকর ও স্থানীয় জমিদারদের মতো স্থানীয় অভিজাতদের কাছ থেকে তহবিল পেতেন। গ্রন্থাগারটি যশোরের সামাজিক ও সাহিত্য সমাবেশের কেন্দ্রে পরিণত হয়। লাইব্রেরিতে একটি বিলিয়ার্ড রুম ছিল। লাইব্রেরির চারপাশে যশোর শহর গড়ে উঠেছে, যশোর টাউন হল ১৯০৪ সালে এবং আর্য থিয়েটার ১৯১৯ সালে নির্মিত হয়েছিল।

আমাদের বিভাগসমূহ

লাইব্রেরী বিভাগ

একশত ছেষট্টি বছর অতিক্রান্তকারী এবং সমৃদ্ধ ঐতিহ্যের ধারক যশাের। ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি।

ক্রীড়া বিভাগ

যশাের ইনস্টিটিউটের জন্ম সেই ১৯২৮ সালে কিন্তু ১৯০৯ সালে টাউন হল স্থাপিত হওয়ার পরপরই ক্রীড়া বিভাগের জন্ম ।

নাট্যকলা সংসদ

উপমহাদেশের নাট্য আন্দোলনের সূচনা লগ্ন থেকে এতদঞ্চলে প্রায় শত বর্ষের ঐতিহ্যকে ধারণ করে আসছে ।

টাউন ক্লাব

যশাের ইনস্টিটিউট ক্রীড়া বিভাগের অন্যতম সহযােগী যশােরে বহির বিভাগ ক্রীড়া। বিশেষতঃ ফুটবলের ক্ষেত্রে অবদান সৃষ্টিকারী প্রতিষ্ঠান

শিশু চিত্ত বিনোদন কেন্দ্র

যশাের ইনস্টিটিউটের ক্রীড়া বিভাগের আরাে একটি সহযােগী প্রতিষ্ঠান যশাের ইনস্টিটিউট শিশু চিত্ত বিনােদনকেন্দ্র।

টাউন ক্লাব

যশাের ইনস্টিটিউট ক্রীড়া বিভাগের অন্যতম সহযােগী যশােরে বহির বিভাগ ক্রীড়া। বিশেষতঃ ফুটবলের ক্ষেত্রে অবদান সৃষ্টিকারী প্রতিষ্ঠান যশাের ইনস্টিটিউট টাউন ক্লাব একটি উল্লেখযােগ্য এবং অনন্য নাম। টাউন ক্লাবের জন্ম সেই সুদূর অতীতে টাউন হল স্থাপিত হওয়ার পরে ১৯১৯ সালে তাদানিন্তন যশােরের বর্তমান নড়াইল জেলার লােহাগাড়ার মজুমদার পরিবারের কৃতিসন্তান বহুভাষাবিদ, সাংবাদিক, শিক্ষক, ধর্মশাস্ত্রজ্ঞ এবং আইনজীবী রায়বাহাদুর যদুনাথ মজুমদার এর উদ্যোগে যশােরে বর্হিবিভাগীয় ক্রীড়া জগতের উন্নয়নের ও বিকাশের চিন্তা মাথায় রেখে টাউন ক্লাব প্রতিষ্ঠা করেন। নবীন ও অখ্যাত অবহেলিত খেলােয়াড়দের শহর উপশহর গ্রাম বাংলা থেকে তুলে এনে প্রশিক্ষণের মাধ্যমে যশাের তথা বাংলাদেশের ক্রীড়া জগতে পরিচিত করানাে টাউন ক্লাবের অন্যতম উদ্দেশ্য।

লাইব্রেরি বিভাগ

একশত ছেষট্টি বছর অতিক্রান্তকারী এবং সমৃদ্ধ ঐতিহ্যের ধারক যশাের। ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি। এই ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠানটি শুধু যশাের নয় সমগ্র দেশবাসীর হৃদয়ে আপন মহিমায় উদ্ভাসিত। ভারতীয় উপমহাদেশে পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার আন্দোলন শুরুর সূচনা লগ্নেই প্রতিষ্ঠিত হয় যশাের পাবলিক লাইব্রেরি। সাধারণভাবে বিশ্বাস করা হয় যে, যশাের পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাকাল ১৮৫৪ সাল এবং এর প্রতিষ্ঠাতা মিঃ আর সি রেক্সই স্বীকৃত, কারণ তিনিই ছিলেন সে সময়ের যশােরের জেলা কালেক্টর । কিন্তু লাইব্রেরি বিষয়ক পণ্ডিত ও গবেষক ড. মােফাখখার হােসেন খান দাবি করেন যে, যশাের পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠাকাল আরাে পূর্বে ১৮৫১ সালে।